parbattanews

আদালতের কাঠগড়ায় প্রথম বাংলাদেশি আইডল

image_705_163028
মো. কামরান ফারুক, বান্দরবান থেকে : প্রথম বাংলাদেশি আইডল বান্দরবানের ছেলে মং উ চিং-কে একটি হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির করেছে পুলিশ।

রোববার বেলা ১২টার সময় বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনী রঞ্জন চাকমার আদালতে এসে জামিন আবেদন করেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জামিনের জন্য আবেদন করেন তার আইনজীবি বিশ্বজিৎ চাকমা।

উল্লেখ্য তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা হত্যা চেষ্টার মামলা ও মদ্যপ অবস্থায় মাতলামির অভিযোগ রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

আইনজীবি বিশ্বজিৎ চাকমা মামলা জানান, বাংলাদেশি আইডল মং এর বিদেশ সফর থাকায় আইনজীবীর জিম্মাদারীতে জামিনের আবেদন করা হয়েছে। এসময় মং এর আবেদনের পরিপ্রক্ষিতে বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন আবেদন মঞ্জুর করেন।

এদিকে মং ছাড়াও আদালতের কাঠগড়ায় আরো ৮-১০ জন উপজাতি যুবক হাজিরা দিতে আসেন। মং এর উপস্থিতির সংবাদ ছড়িয়ে পড়লে আদালত পাড়ায় উৎসুক জনতার ভিড় জমে যায়।

Exit mobile version