আদালতে নেয়ার পথে আসামি পালানোয় পুলিশের ৫ সদস্য বহিষ্কার

fec-image

কক্সবাজারে আদালতে নেয়ার সময় প্রিজন ভ্যান থেকে হাতকড়া পরা রোহিঙ্গা আসামি পালানোর ঘটনায় পুলিশের ৫ সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারকৃত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল অনিক পাল, রেজওয়ানা, পরিমল রবি দাশ, অনিল চন্দ্র ও মাইমুনুল।

পলাতক আসামি মুজিবুল আলম (২৮) কুতুপালং ২ নম্বর ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গত ২২ অক্টোবর উখিয়া থানা থেকে ১২ জন আসামি নিয়ে একটি প্রিজন ভ্যান কক্সবাজার আদালতের উদ্দ্যেশে রওনা দেয়। পথিমধ্যে গাড়ীটি রামু সেনানিবাস অতিক্রম করার পর এক আসামি বমি অনুভূত করলে পুলিশের সহায়তা চান। এতে ভ্যানটির ভিতরের দরজার তালা খুলে দায়িত্বরত এক পুলিশ সদস্য স্থানীয় দোকান থেকে পলিথিন আনতে যান। সেই সুযোগে মাদক মামলার ওই আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।

মো. রফিকুল ইসলাম জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আসামি, পুলিশ বহিষ্কার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন