parbattanews

আদিবাসী সমর্থক মিজানুর রহমানের কর্মশালা নিয়ে রাঙামাটিতে চাঞ্চল্য

Mizanur-Rhaman20130623124030

পার্বত্যনিউজ রিপোর্ট:
জাতীয় মানবাধিকার কমিশনের দুইদিন ব্যাপী আঞ্চলিক কর্মশালা আজ মঙ্গলবার রাঙ্গামাটিতে শুরু হচ্ছে। রাঙ্গামাটি জেলা পরিষদ অডিটরিয়ামে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল ও পুলিশ সুপার আমেনা বেগম রাঙ্গামাটি। উক্ত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করবেন চাকমা সার্কেল চীফ, রাজা দেবাশীষ রায়। সেমিনারে সভাপতিত্ব করবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

এদিকে উপজাতিদের আদিবাসীকরণ কনসেপ্টের প্রকাশ্য সমর্থক ড. মিজানুর রহমানের এই কর্মশালা নিয়ে রাঙামাটিতে বিভিন্ন মহলে চাণ্চল্য সৃষ্টি হয়েছে। এ অনুষ্ঠানের স্পন্সর আইএলও ও মূল প্রবন্ধ উপস্থাপক রাজা দেবাশীষ রায়ও আদিবাসী সমর্থক। কাজেই তারা যখন এ অনুষ্ঠানের আয়োজন করেছে তারা আদিবাসী বিশয়ে সরকারী লোকদের ধারণা দিতেই তা করেছে বলেমনে করে রাঙামাটির সচেতন মহল। যদিও বাংলাদেশ সরকার এই আদিবাসী কনসেপ্টের সাথে একমত নয়।

Exit mobile version