parbattanews

আধুনিকায়ন হচ্ছে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন

 

নিজস্ব প্রতিবেদক, পানছড়ি:

দীর্ঘ বছর ধরে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনটি ছিল এনালগ পদ্ধতির। বহু বছর আগের তৈরি পুরানো লম্বা টেবিলে বসে বিভিন্ন সেমিনারে অংশ নিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান থেকে শুরু করে উপজেলার সকল স্তরের গন্যমান্যব্যক্তি।

বিগত মাস খানেক পূর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পানছড়ি প্রেসক্লাব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও এলাকার কয়েকজন গন্যমান্য ব্যক্তিরা মিলে মিলনায়তনটিকে আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়ে আলাপ-আলোচনা করেন।

পরে বজ্রপাতের আঘাতে উপজেলা পরিষদ এলাকার আধামরা ও ঝড় তুফানে উল্টে মাঠের কোমলমতি শিশুরা আহত হতে পারে এমন কয়েকটি গাছ কেটে প্রায় ১৫ সেট সোফা ও টেবিল বানানো হচ্ছে। বর্তমানে কয়েক সেট নতুন সোফায় মিলনায়তনটির সৌন্দর্য বেড়েছে অনেকগুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের এ ধরণের একটি মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পানছড়ির সচেতন মহল।

৩নং সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন জানায়, সম্মানী ব্যক্তিদের বসার জন্য সম্মানজনক আসনের ব্যবস্থা হয়েছে। তাছাড়া দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে কাঠের তৈরি গোলঘর।

Exit mobile version