parbattanews

আধুনিক সরঞ্জামের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ শীর্ষক সেমিনার

_MG_1992 copy

প্রেস বিজ্ঞপ্তি: সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সেক্টর কমান্ডার, বিজিবি কক্সবাজার’র সভাপতিত্বে কক্সবাজার সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের ব্যবস্থাপনায় সেক্টর সদর দপ্তর, কক্সবাজার এর চিত্তবিনোদন কক্ষে ‘‘আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ শীর্ষক” সেমিনার অনুষ্ঠিত হয়।

ওই সেমিনারে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ, সময়োপযোগী সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার এবং মাদক পাচার ইত্যাদি কার্যক্রম প্রতিরোধের বিষয়ে বক্তৃতা উপস্থাপন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন, লে. কর্ণেল মো. রকিবুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার বিজিবি কক্সবাজার, লে. কর্ণেল মনজুরুল হাসান খান, অধিনায়ক ৩৪ বিজি ব্যাটালিয়ন কক্সবাজার লে. কর্ণেল মো. আবুজার আল জাহিদ, বিজিবিএম, পিবিজিএম (বার), অধিনায়ক ২ বিজি ব্যাটালিয়ন টেকনাফ, মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খালেদ মাহমুদ, কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মেজর শাহরিয়ার হোসেন, উপ-অধিনায়ক ৩৪ বিজি ব্যাটালিয়ন কক্সবাজার মো. মাহবুবুর রহমান চৌধুরী এবং বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, কক্সবাজার এর অধীনস্থ ব্যাটালিয়ন হতে আগত জেসিও এবংঅন্যান্য পদবীর সদস্যবৃন্দ।

সেমিনার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আরম্ভ হয়। পরবর্তীতে স্পিকারগণ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ, সময়োপযোগী সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদক পাচার ইত্যাদি কার্যক্রম প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যের উপর ভিত্তি করে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ১০নং ঝিলংজা ইউপি চেয়ারম্যান এবং সভাপতি প্রেসক্লাব, রামু, কক্সবাজার বক্তব্য প্রদান করেন। সমাপনী বক্তব্যের মাধ্যমে সভাপতি সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।

Exit mobile version