parbattanews

আধুনিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতিকে গড়ে তুলতে কাজ করছে সরকার: ওবায়দুল কাদের

রামু

রামু প্রতিনিধি :

সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিযোগিতা মূলক বিশ্বে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতিকে গড়ে তুলতে কাজ করছে সরকার। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, সাংসদ সাইমুম সরওয়ার কমল। এসময় বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন সাংসদ কমল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।

বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ ও সংস্কৃতিকর্মী মানসি বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউপি চেয়ারম্যান নুরুল হক, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, রামু কলেজের অধ্যক্ষ আব্দুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীর বড়ুয়া, চিত্রশিল্পী তানভির সরওয়ার রানা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Exit mobile version