parbattanews

আনন্দমূখর পরিবেশে পানছড়িতে বই উৎসব পালিত

M PUR PIC

স্টাফ রিপোর্টার।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আনন্দমূখর পরিবেশে বই উৎসব পালন হয়েছে। এ উপলক্ষে বছরের প্রথম দিন শুক্রবার সকাল ১০টা থেকেই বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিশুরা ছুটে আসে বিদ্যালয় প্রাঙ্গনে।

দিনের শুরুতে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া। এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জয়নাথ দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালুকদারসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের অংশীদার হতে ছুটে আসেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন। এ উপলক্ষে বিদ্যালয় দুটিকে সাজানো হয় বাহারী রঙের কাগজে।

মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির মিলন জানান, বার্ষিক পরীক্ষার মেধা তালিকায় যারা রয়েছে তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছে। দুধুকছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে যোগ দেন উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

এছাড়া পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার বই উৎসবে যোগ দেন পরিচালনা কমিটির সভাপতি মো: বাহার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা মো: আবুল কাশেম। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দে মাতোয়ারা হয়ে এদিক-ওদিক ছুটে চলার দৃশ্য ছিল উপভোগ করার মত।

Exit mobile version