parbattanews

আনন্দ চাকমার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দীঘিনালায় ইউপিডিএফে’র বিক্ষোভ মিছিল

মো. আল আমিন, দীঘিনালা:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়ায় গতকাল (মঙ্গলবার) ভোর ৬ টার দিকে ইউপিডিএফে’র কর্মী জীবন বিকাশ চাকমা ওরফে আনন্দ (২২)চাকমার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মিছিলটি সকাল ১১ টায় উপজেলা সংগঠনিক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে উপজেলার লারমা স্কয়ার এসে সমাবেত হয়।

পরে সেখানে সমাবেশ করে এতে সভাপতিত্ব করেন উপজেলার ইউপিডিএফে’র সংগঠক কিশোর চাকমা। সভার সভাপতি কিশোরচাকমা তার বক্তব্য বলেন, জাতীয় বেঈমান ভ্রাতৃঘাতি সংঘাতের নায়ক সন্তু লারমাকে জাতির বিধ্বংসী ধ্বংসাত্নক কার্যক্রমের রূপকার বলে আখ্যায়িত করেন এবং আনন্দ চাকমার ওপর হামলার জন্য সন্তু লারমার গ্রুপকে দায়ী করে কঠোর সমালোচনা করেন এবং শাস্তির দাবী জানান।

Exit mobile version