আনন্দ র‌্যালী, মিষ্টি বিতরণ ও উচ্ছাসের জোয়ারে ভাসছে গুইমারাবাসী

DSCF2780 PIC_0332

খাগড়াছড়ি প্রতিনিধি:

গুইমারাবাসীর দীর্ঘদিন প্রাণের দাবী অবশেষে পুরণ হলো। খাগড়াছড়ি’র গুইমারাকে উপজেলায় রুপান্তর করার চুড়ান্ত অনুমোদন দিয়েছে সরকারের প্রশাসনিক পূন:বিন্যাস সম্পর্কিত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। গতকাল সচিবালয়ে নিকার কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি’র গুইমারা ও সিলেটের ওসমান নগরকে উপজেলায় রুপান্তরের চুড়ান্ত অনুমোদন দেওয়ার সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হলে আনন্দ উল্লাসে রাস্তায় নেমে আসে গুইমারাবাসী।
 

উপজেলায় রুপান্তরের ঘোষনা সাথে সাথে বিভিন্নপাড়া মহল্লা পৌছে যায়। দীর্ঘদিনের প্রাণের দাবী পুরণ হওয়ায় উপজেলাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন। বিকেশে গুইমারা বাসীর উদ্যোগে তাৎক্ষনিক আনন্দ মিছিল ও সোভাযাত্রা বের হয়। এতে গুইমারা এলাকার সর্বস্তরের মানুষ, আওয়ামীলীগ-বিএনপি একই সাথে মিছিলে সামিল হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মেম্বার, থানা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, সাধারণ সম্পাদক ইব্রাহীম মীর, ছাত্রলীগের সভাপতি সাগর চৌধুরী, সাধারণ সম্পাদক শিবলু দে, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমা শাস্যে, সাধারণ সম্পাদক স¤্রাট শীল, গুইমারা থানা ছাত্রদলের নেতৃবৃন্দ, গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, বিভিন্ন মৌজার হেডম্যান-কারবারী, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ। পরে গুইমারা থানা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে একে অপরকে মিষ্টি খাইয়ে, ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে উল্ল্যাস প্রকাশ করেন।

আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী ওয়াদা গত ১৯৯৯ইং সালের ৪ঠা মে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে তৎকালীন আওয়ামীলীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ নাছিম গুইমারাকে উপজেলায় রুপান্তরের ঘোষনা দিলেও এতদিন তা বাস্তবায়নের মুখ দেখেনি। এনিয়ে সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর/২০১৩ গুইমারা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা তৃণমুল নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিনিময় সভায় গুইমারাকে উপজেলায় রুপান্তরের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যদি কোন থানা উপজেলায় রুপান্তরিত হয় তা গুইমারাকেই করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এরপর আওয়ামীলীগ সরকারের প্রতিশ্রুতি ও নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় দাপ্তরিক কার্যক্রম শেষে নিকার কমিটির সভায় চুড়ান্ত অনুমোদনের অপক্ষোয় ছিল গুইমারাবাসী। যা দীর্ঘদিন পরে হলেও বাস্তবায়নের মুখ দেখায় আনন্দের সাগরে ভাসছে গুইমারাবাসী।

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার গুইমারা ইউপি, রামগড় উপজেলার হাফছড়ি ইউপি, মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি ইউপিকে নিয়ে ৩টি ইউনিয়ন পরিষদ, ২১০বর্গ কিলোমিটার আয়তন ও প্রায় ৫৫হাজার জনসংখ্যার নিয়ে গঠিত হলো নতুন গুইমারা উপজেলা।  

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন