parbattanews

“আনসার ভিডিপি সদস্যগণ পরিশ্রমের তুলনায় সঠিক মূল্যায়ন পান না”

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন আনসার ভিডিপি সদস্যগণ তাদের পরিশ্রমের তুলনায় সঠিক মূল্যায়ন পান না। তাই সরকারের নিকট আনসার ভিডিপির সকল সদস্যকে বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য অনুরোধ করেন তিনি।

বাঘাইছড়ি উপজেলায় আনসার ও ভিডিপি’র বার্ষিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, ও উন্নয়ন সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে সোমবার(২৯ অক্টোবর) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১১ আনসার ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার মুহাম্মদ আব্দুস সামাদ’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুটান্ট মো. মিজানুর রহমান, বাঘাইছড়ি থানা অফিসার ইনর্চাজ মো. আমির হোসেন, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিরণ তালুকদার প্রমূখ।

বাঘাইছড়ি উপ-সহকারী কৃষিকর্মকর্তা মো. তোফায়েল আহম্মেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কমান্ডার মো. আবুল বাশার।

এসময় তিনি সারাদেশে প্রায় ৬১ লক্ষ সদস্য বিভিন্ন সরকারি কাজ, মাদক বিরোধী অভিযান, নির্বাচনী দায়িত্ব পালন করাসহ ঝুঁকিপূর্ণ সকল কার্যক্রম তুলে ধরেন।

সমাবেশ শেষে সিনিয়র পিচি মো. হাছান আলীকে একটি বাইসাইকেল এবং ৬ সদস্যকে ছাতা প্রদান করা হয়।

Exit mobile version