parbattanews

আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করুন: রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে স্পিকার

 

কক্সবাজার প্রতিনিধি:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, রেহিঙ্গারা বাংলাদেশে যতদিন আছে ততদিন আমারা তাদের পাশে আছি। মানবিকতার কারণেই আজ বাংলাদেশ তাদের পাশে।

স্পিকার মিয়ানমারকে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে এসব নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি আজ দুপুরে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে রোহিঙ্গা শরনার্থীদের মাঝে ত্রান বিতরণকালে এসব কথা বলেন। এসময় ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বি মিয়া, গাজী ফিরোজ রশিদসহ ডজন খানিক সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

পরে তিনি রোহিঙ্গা শরনার্থীদের খোঁজখবর নেন।

এদিকে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন ও ত্রান কার্যক্রমে অংশ নিয়ে শনিবার দুপুরের পর থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনী। এখনো সড়কে অবস্থান করছে অনেক রোহিঙ্গা।

Exit mobile version