parbattanews

বান্দরবানে শুরু হয়েছে আন্তর্জাতিক ক্বেরাত প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানে শুরু হয়েছে ২দিনব্যাপী আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও শানে রেসালত সম্মেলন। মঙ্গলবার শহরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বান্দরবান জেলা আ-ইম্মা ও উলামা পরিষদের উদ্যোগে দেশি বিদেশি আলেম ও ক্বারীদের নিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে জেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার রায়। এসময় মিশরের ক্বারী শায়খ রাফআত হোসাইন, পাকিস্তানের ক্বারী শায়খ ইব্রাহিম কাছি, তান্জানিয়ার ক্বারী শায়খ রেজা আইয়ুব, ইরানের হামেদ শাকের নেজাদ, ভারতের ক্বারী শায়খ মুহাম্মদ আলী খাঁন ও ক্বারী শায়খ ইউনুস আলী এবং পটিয়ার ক্বারী আমদুল হক।

দ্বিতীয়দিন ওয়াজ করবেন আল্লামা মোস্তফা নুরী, মুফতি সাইফুল ইসলাম বিন মুজাদ্দেদী, মাওলানা আলাউদ্দিন ইমামী, মাওলানা ক্বারী নুরুল আমিন, মাওলানা আবদুর রহমান হোসাইনী এবং মাওলানা আজিজুল হক।

Exit mobile version