আন্তর্জাতিক পর্বত সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক মনু ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক কালের কন্ঠ’র বান্দরবানস্থ স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু পর্বত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আগামী ৮ নভেম্বর বাংলাদেশ বিমান যোগে নেপাল যাচ্ছেন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিআইএমওডি) নেপালের কাঠমুন্ডুতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাউন্টেন পিপল অ্যাডাপটিং টু চেঞ্জ : সল্যুশন বিয়ন্ড বাউন্ডারি ব্রিজিং সাইন্স পলিসি এন্ড প্র্যাকটিস’ শীর্ষক সম্মেলনে বিশ্বের খ্রাতনামা পর্বত বিশেষজ্ঞ, সরকারি নীতি নির্ধারক, মিডিয়া ও উন্নয়ন সংস্থা সমুহের ২০০ জন প্রতিনিধি অংশ নেবেন।

আগামী ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমুহ নিয়ে পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের বিশেষ আমন্ত্রণে মনিরুল ইসলাম মনু এতে অংশ নিচ্ছেন।

এই সম্মেলনে দি ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার পিনাকী রায়ও অংশ নিচ্ছেন। আগামী ১৩ নভেম্বর তারা দেশে ফিরে আসবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন