parbattanews

আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে : ত্রাণ প্রতিমন্ত্রী

ক্যাম্প-৪ পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো: এনামুর রহমান এমপি

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিষেয়ে জাতিসংঘের সাথে চিন, মিয়ানমার, বাংলাদেশ ত্রিপাক্ষিক আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে তাদের নাগরিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাবাসনের প্রক্রিয়া নেয়া হচ্ছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ায় বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্প-৪ পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান এমপি একথা বলেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন করার কথা জাতিসংঘকে তারা জানিয়েছে। সে অনুসারে সকল প্রক্রিয়া নেয়া হচ্ছে।

এর আগে ক্যাম্পে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী।

ক্যাম্প পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দিন, বীর মোস্তাক হোসেন রবি, জুয়েল আরেং, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামালসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version