parbattanews

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পানছড়িতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা

উপজেলা প্রতিনিধি, পানছড়ি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা মানুযের জন্য ফাউন্ডেশনের সহায়তায় খাগড়াছড়ি স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি এ উদ্যোগ নেয়। পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রকল্পের আওতাভুক্ত বিদ্যালয় সমুহের ২০জন ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

শনিবার সকাল ১০টায় এ চিত্রাঙ্গন প্রতিযোগিতা শুরু হয়ে সকাল সাড়ে দশটায় শেষ হয়। সকাল ১১টায় উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ খলিলুর রহমান জাহিদের সভাপতিত্বে এক আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা বিলকিস, বিশেষ অতিথি ছিলেন ডিজিকন টেকনোলজিস লিঃ এর মানব সম্পদ ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান নাজমুল হোসেন শাহীন।

সভায় বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা বিলকিস, জাবারাং কল্যাণ সমিতির মান সম্মত শিক্ষার জন্য তৃণমূল উদ্যোগ প্রকল্পের প্রজেক্ট কো-অডিনেটর দয়া নন্দ্র ত্রিপুরা, পানছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সন্দ্বীপন চাকমা প্রমূখ।

আলোচনা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ও ছাত্র-ছাত্রীরা মতামত ব্যক্ত করতে গিয়ে এ প্রতিবেদককে জানান, বিশেষ অতিথি ডিজিকন টেকনোলজিস লিঃ এর মানব সম্পদ ব্যবস্থাপনার বিভাগীয় প্রধান নাজমুল হোসেন শাহীনের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করেছে।

Exit mobile version