parbattanews

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Pic-25-02-16

নিজস্ব প্রতিনিধি:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে গন্থাগারের সম্মেলন কক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গণগ্রন্থাগারের সরকারী লাইব্রেরীয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা রহিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা হাঁস মুরগী খামারের ব্যবস্থাপক কুসুম বিকাশ চাকমা, ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুশোভন চাকমা, মোনঘর প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব চাকমা ও গণগ্রন্থাগারের কর্মকর্তা অমর বিকাশ প্রমূখ।

প্রতিযোগিদের (ক) গ্রুপে ৩য় থেকে ৫ম শ্রেণি, (খ) গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ও (গ) গ্রুপে ৯ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন ধাপে ভাগ করা হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১০৭জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

Exit mobile version