parbattanews

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন

10859778_786188038118382_1177422699_n

স্টাফ রিপোর্টার, রাঙামাটি : 

“মানবাধিকারের মাধ্যমে জীবন পরিবর্তনের ২০ বছর পূর্তি উদযাপন” এ শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক মানবাধিকর দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থানীয় নারী সংগঠন ও এনজিও সংস্থা সুপ্র, ব্লাস্ট, সিএইচটিডিএফ, ইউএনডিপিসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকারের মাধ্যমে পার্বত্য অঞ্চলের নির্যাতিতদের অধিকার আদায় করা সম্ভব। মানবাধিকার কর্মীরা সব সময় পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জাতী-গোষ্ঠিদের অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের নাগরিকদের মানবাধিকার নিশ্চিত হলে রাষ্ট্র ও সরকারের উন্নয়ন হবে।

এছাড়া বক্তারা দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। মানববন্ধন শেষে মানবাধিকার কর্মীদের উদ্যোগে একটি পথ নাটক অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সাংবাদিক সুনীল কান্তি দে, নারী নেত্রী টুকু তালুকদার, ব্লাস্টের সভাপতি এডভোকেট জুয়েল দেওয়ান, মানবাধিকার কর্মী ললিত সি চাকমা প্রমূখ।

Exit mobile version