parbattanews

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে: মাহবুবুর রহমান শামীম

রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটির জেলা বিএনপি’র বর্ধিত সভা

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে তাই বেগম খালেদা জিয়াকে আইনিভাবে মুক্ত করা যাচ্ছে না। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটির জেলা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

কেন্দ্রীয় বিএনপির এ নেতা আরও বলেন, দেশে আজ অরাজকতা বিরাজ করছে। দেশের মানুষ শান্তিতে নেই। দুর্নীতির করাল গ্রাসে দেশ আজ পঙ্গু হয়ে পড়ছে। আর দেশকে এগিয়ে নিতে হলে এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন।

জেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ দায়িত্ব) জালাল উদ্দীন মজুমদার, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এড. দিপেন দেওয়ান, সাবেক পার্বত্য উপ- মন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল চৌধুরী ভুট্টো। এছাড়া দলটির জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দরা বর্ধিত সভায় অংশ নেন।

Exit mobile version