parbattanews

আপনি কতটা মাতাল, বলে দেবে অ্যাপ

মাতাল

তথ্য-প্রযুক্তি ডেস্ক :
কতটা নেশা হয়েছে আপনার? আপনার কি বাড়ি ফেরার ক্ষমতা আছে? আপনি যদি সেটা বুঝতে না পারেন তাহলে বুঝিয়ে দেবে অ্যাপ। মেরিল্যান্ডে সরকারি উদ্যোগে চালু হয়েছে এই অ্যাপ।

এই অ্যাপে ঢুকে আপনাকে লিখতে হবে বয়স, উচ্চতা, ওজন ও কতটা মদ খেয়েছে এইসব তথ্য। এমনকি নিজের অবস্থা পর্যবেক্ষণের জন্য দুটি গেম খেলারও ব্যবস্থা রয়েছে। সেগুলিতে যদি দেখা যায় আপনার অবস্থা খুব একটা ভালো নয় , তাহলে জিপিএসের মাধ্যমে ডাকা হবে ট্যাক্সি।

মেরিল্যান্ডের হাইওয়ে সেফটি অ্যাসোসিয়েশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। ৫০ হাজার ডলার খরচ করে বানানো হয়েছে এই অ্যাপ। মেরিল্যান্ডের এই অ্যাপ পাওয়া যাবে অ্যানড্রয়েড ই আই ফোনে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সংক্রান্ত সব সতর্কবার্তাই দেওয়া থাকছে এই অ্যাপে।

Exit mobile version