parbattanews

আফগানদের বিপক্ষে টাইগার টি-২০ দল ঘোষণা


পার্বত্য নিউজ ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। রোববার (২০ মে) বেলা ১২টার দিকে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এদিন সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদনের পরই দল ঘোষণা করা হয় বলে জানা গেছে।

ঘোষিত ১৫ সদস্যের মূল স্কোয়াডে মোসাদ্দেক হোসেন সৈকত জায়গা পেলেও বাদ পড়েছেন ইমরুল কায়েস। অবশ্য আগে থেকেই সৈকত ও ইমরুল কায়েসকে দলে রাখা নিয়ে সংশয়ে ছিল বোর্ড।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আগামী ৩ জুন সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম দেরাদুনে। শেষ দু’টি ম্যাচ ৫ ও ৭ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে।

১৫ সদস্যের মূল স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ।

Exit mobile version