parbattanews

আফগানিস্তানকে ২৮৩ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

আব্দুল্লাহ শফিক ও বাবর আজমের হাফ সেঞ্চুরির পর ডেথ ওভারে শাদাব খান ও ইফতিখার আহমেদের ক্যামিও ইনিংসে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের স্পিন আক্রমণ সামলে লড়াইয়ের বড় পুঁজি পেল পাকিস্তান। ৭ উইকেটে ২৮২ রান করেছে তারা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে চলমান বিশ্বকাপের ২২তম ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ২৮২ রান।

জিততে হলে রেকর্ড গড়তে হবে আফগানিস্তানকে। ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ২৭৬, ইউনাইটেড আবর আমিরাতের বিপক্ষে ২০১৪ সালে। এছাড়া একদিনের ক্রিকেটে পাকিস্তানের হারানোর রেকর্ড নেই আফগানদের।

পাকিস্তানের ইনিংসের মূল কারিগর বাবর। তিনে নেমে এই ডানহাতি খেলেছেন ৯২ বলে ৭৪ রান। ওপেনার আব্দুল্লাহ শফিক করেন ৭৫ বলে ৫৮ রান। শেষ দিকে ইফতিখার ২৭ বলে ৪০ ও শাদাব ৩৮ বলে ৪০ রান করেন। শেষ ১০ ওভারে ৯১ রান তোলে পাকিস্তান।

বিশ্বকাপ অভিষেকে দারুণ বোলিং করেছেন নুর আহমদ। এই ১৮ বছর বয়সী ১০ ওভারে ৪৯ রানে নেন ৩ উইকেট। দুটি নেন নাভিন উল হক। ১০ ওভারে স্রেফ ৩১ রানে ১ উইকেট নেন মোহাম্মদ নবি।

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। মোহাম্মদ নওয়াজ জ্বরে ভোগায় তার জায়গায় পাক একাদশে ফিরেন শাদাব খান। আফগান একাদশে নুর আহমেদ এসেছেন ফারুকির জায়গায়।

জয়ের ফেরার লক্ষ্য নিয়ে আসরে নিজেদের পঞ্চম ম্যাচে মুখোমুখি দুই দল। আগের চার ম্যাচে পাকিস্তানের জয় দুটিতে। আফগানিস্তান চার ম্যাচ খেলে হেরেছে তিনটিতেই। পাকিস্তানের বিপক্ষে এ পর্যন্ত সাতবারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছে আফগানিস্তান।

পাকিস্তান: ৫০ ওভারে ২৮২/৭ (আব্দুল্লাহ ৫৮, ইমাম ১৭, বাবর ৭৪, রিজওয়ান ৮, সাউদ ২৫, শাদাব ৪০, ইফতিখার ৪০, শাহিন ৩*; অতিরিক্ত ১৭; নাভিন ৭-০-৫২-২, মুজিব ৮-০-৫৫-০, নবি ১০-০-৩১-১, আজমতউল্লাহ ৫-০-৫০-১, রশিদ ১০-০-৪১-০, নুর ১০-০-৪৯-৩)।

Exit mobile version