parbattanews

আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে

আফগানিস্তানে কয়েক সপ্তাহ ধরে চলা ধারাবাহিক ভারী বৃষ্টির ফলে বন্যার সৃষ্ট হয়েছে । এ বন্যায় প্রায় ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে তালেবান সরকার আন্তর্জাতিক সাহায্য চেয়েছেন।

তালেবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ বলেছেন, ‌‌পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। দেশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের আবহে বন্যা পরিস্থিতির কারণে সমস্যা আরও বেড়েছে।

জবিউল্লা জানিয়েছেন, চলতি বছরে খরা, ভূমিকম্পের কারণে আফগানিস্তানে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। তিনি বলেন, বিপর্যয়ের এই আবহে ইসলামিক প্রজাতন্ত্র আফগানিস্তান আন্তর্জাতিক সাহায্যের আবেদন করছে।

এদিকে জাতিসংঘের শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফের আফগানিস্তান বিভাগের প্রধান অ্যান কিন্ড্রচ্ক চলতি সপ্তাহে আফগানিস্তানের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেছেন, বহু এলাকায় বন্যাদুর্গত মানুষ আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন। তাদের জন্য অবিলম্বে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন।

Exit mobile version