parbattanews

আবদুল্লাহ’র মুখে হাসি ফোটাল পানছড়ির ওসি

পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিম যোগদানের পর থেকেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মত বিনিময় শুরু করেন। এরই ধারাবাহিকতায় পরিদর্শন করেন মোল্লাপাড়া দারুল এতিমখানা ও হেফজ খানা।

এ সময় তিনি নুরানী বিভাগের প্রথম শাখায় পড়ুয়া ছাত্র আবদুল্লা (৬) এর গায়ে দেখতে পান ছেড়া পোশাক। সাথে সাথে তিনি বলেন আবদুল্লা আর ছেড়া পোশাকে থাকবে না। সাথে করে বাজারে এনে তার জন্য দুই সেট ধর্মীয় পোশাক তৈরি করে দেন। ভবিষ্যতেও আবদুল্লাকে সার্বিক সহযোগিতার কথাও বলেন।

শিশু শিক্ষার্থী আবদুল্লা ফাতেমা নগর এলাকার মো. আসাদের সন্তান। শান্ত স্বভাবের আবদুল্লা নতুন নতুন পোশাক দুটো গায়ে জড়িয়ে নীরবে হাসছে স্বস্তির হাসি। নতুন পোশাক হাতে আবদুল্লার দৃষ্টিনন্দন চোখবাঁকানো হাসি উপস্থিত সকলকে ক্ষনিকের আনন্দের সাগরে ভাসিয়েছে।

উপস্থিত প্রতিষ্ঠান প্রধান মাওলানা মো: জাকারিয়া বলেন, ওসি সাহেবের আন্তরিকতা ও ভালোবাসা আমরা মুহুর্তেই টের পেয়েছি। প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে গিয়ে আবদুল্লাহ’র প্রতি যে ভালোবাসা প্রদর্শণ করেছেন তা আসলেই একটি দৃষ্টান্ত। প্রতিষ্ঠানের পক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

Exit mobile version