parbattanews

আবরার হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে দুই ছাত্রসংগঠনের বিক্ষোভ

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙ্গামাটিতেও উত্তাল হয়ে উঠেছে দুইটি ছাত্র সংগঠন। বুধবার (৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ প্রতিবাদ সভা করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরার ফাহাদ’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি রাঙ্গামাটি জেলা বিএনপি’র প্রধান কার্যালয় হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা।

এ সময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি হাজী মোঃ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসলাম পনির, যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিলসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

অপরদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ এর হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।সমাবেশে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ এর হত্যাকান্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে বিচারের আওয়তায় আনতে হবে।

Exit mobile version