parbattanews

আবারও বিদ্যুৎ উৎপাদনে রামপাল

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছ। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে চারদিন বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কেন্দ্রের এক নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে। উৎপাদন শুরু পর থেকে ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আনারুল আজিম।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে। সন্ধ্যা থেকে উৎপাদিত ৪৮০ মেগাওয়াট যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে। দ্রুত সময়ের মধ্যে দুটো ইউনিটের উৎপাদন স্বাভাবিক পর্যায়ে হবে বলে জানান তিনি।

এর আগে গত ৫ নভেম্বর সকালে যান্ত্রিক ত্রুটির কারণে দুটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি, এরপর ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর ও সর্বশেষ ৫ নভেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন।

Exit mobile version