parbattanews

আবারো রাঙামাটির সব মার্কেট-দোকানপাট বন্ধ ঘোষণা

রাঙামাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমল-মার্কেট বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। আজ বিকেল থেকে এ সিন্ধান্ত কার্যকর করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় আরও জানােনা হয়- তবে পূর্বের ন্যায় ওষুধের দোকান, মুদির দোকান এবং বিকাশ রিচার্জের দোকানসহ জরুরী সেবার সব প্রতিষ্ঠান থোলা থাকবে। এছাড়া সকল প্রকার পরিবহন চলাচল আগের মতো বন্ধ থাকবে।

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন, বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি জোনের স্টাফ অফিসার মেজর নাজমুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবু সৈয়দ, রিজার্ভবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া ভানু, তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির আহমেদ সওদাগরসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

রাঙামাটিতে মঙ্গলবার দিনগত মধ্যরাতে ১৭জনের করোনা সনান্ত হওয়ায় প্রশাসন দ্রত গতিতে মানুষকে রক্ষা করেত জরুরী সভার মাধ্যমে এই সিন্ধান্ত গ্রহণ করে।

Exit mobile version