parbattanews

নাইক্ষ্যংছড়িতে আবারো এসআই আবু মুছার কৃতিত্ব

Si Musa (1)

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

প্রথম দফায় গত ২২ মার্চ কক্সবাজারে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন মহেশখালী উপজেলার কুতুবজোম গুলি চালিয়ে তাজিয়াকাটা কেন্দ্র রক্ষা করেছিলেন এসআই আবু মূছা। এবার আর গুলি চালাতে হয়নি। দ্বিতীয় বারের মত সাহসিকতার সাথে রক্ষা করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া ভোট কেন্দ্র। অবস্থানগত ও জনসংখ্যার কারণে উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন বাইশারী। যেটিকে জনপ্রতিনিধিরা ভোট ব্যাংক হিসেবে মনে করেন।

২৩ এপ্রিল তৃতীয় দফায় ২নং বাইশারী ইউনিয়নের নির্বাচন সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কিন্তু দুপুর ২টায় নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ভোট কেন্দ্র দখলের উদ্দেশ্যে শতাধিক যুবক ছুটে আসে। ঘটনার সময় অন্যান্য পুলিশ সদস্যরা উচ্ছৃঙ্খল জনতাকে ধাওয়া শুরু করে। এসআই আবু মুছা সাহসিকতার সাথে ভোট কেন্দ্রের প্রবেশ পথ আটকে দিয়ে তাদের প্রতিহত করার প্রাণপন চেষ্টা চালান।

এ সময় তিনি ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে। এ ঘটনার পর ঐ ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরী হলে প্রায় আধ ঘন্টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত থাকে। তবে বড় ধরনের ভোট ডাকাতি থেকে রক্ষা পায়।

ঘটনার পর বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়। এসআই আবু মুছার সাহসিকতার প্রশংসা সকলের মূখে মূখে। স্থানীয়দের মতে, ঘটনার সময় যদি এসআই আবু মূছা সাহসিকতার সাথে নিয়ন্ত্রণে না আনতেন। তাহলে বিপুল ব্যালেট ছিনতাইসহ বড় ধরনের সংঘর্ষ ও হত্যাকাণ্ডের মত ঘটনা ঘটতে পারত। থানা সূত্রে জানা যায়, এসআই আবু মুছা ২০১৩ সনে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত আছেন।

Exit mobile version