parbattanews

আবারো তুমব্রু সীমান্তে বিস্ফোরণের শব্দ, এলাকায় আতঙ্ক

এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারো মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে গুলির বর্ষণের শব্দ শোনা গেছে। এতে স্থানীয়দের পাশাপাশি তুমব্রু বাজারের ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টা থেকে ঘণ্টা ব্যাপী সীমান্তের ৩৪ নম্বর পিলারের ওপারে মিয়ানমারের বিজিপি ক্যাম্প থেকে এ গুলি বর্ষণের শব্দ ভেসে আসে। এটি তুমব্রু রাইট ক্যাম্প নামে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।

তুমব্রু বাজারের ব্যবসায়ী আবদুর রহিম ও ছৈয়দ নূর বলেন, গত এক সপ্তাহ বন্ধ থাকার পর মঙ্গলবার ( ৯ জানুয়ারি) তারা সকাল থেকে ব্যবসা শুরু করে। বিকেল ৪টায় তারা পুরোদমে ব্যবসায় মনোযোগী হলে হঠাৎ গোলাগুলির আওয়াজ শুনতে পান। গুলির শব্দগুলো মিয়ানমার অংশের ৩৪ নম্বর পিলার সংলগ্ন সীমান্ত চৌকি থেকে এসেছে বলে ধারণা করছেন তারা।

তারা আরো জানান, এ সময় পরপর ৫০ রাউন্ড গুলির শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়ে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত গুলিবর্ষণের ঘটনায় কোন হতাহত হয়েছে কিনা সঠিক তথ্য জানা যায়নি।

Exit mobile version