parbattanews

আবারো তুমব্রু সীমান্তে বিস্ফোরণের শব্দ

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের-মিয়ানমার সীমান্তের ৩৪/৩৫ সীমান্ত পিলার এলাকায় এ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তুমব্রুর ব‍্যবসায়ী মো. সরোয়ারের সঙ্গে কথা বলে জানা যায়, বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন। বিগত প্রায় ৫ মাস পযর্ন্ত তেমন বিস্ফোরণের শব্দ আসেনি। পরিবেশ শান্ত ছিল। কিন্ত হঠাৎ করে এ সীমান্ত পয়েন্টে এক সপ্তাহের মধ্যে এ নিয়ে দুইবার বিস্ফোরণ আওয়াজ এলো।

ওই এলাকা প্রবীণ কয়েক ব‍্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানা যায়, মিয়ানমারের সীমান্তের সামান্য ভেতরে রয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরকান আর্মি। তারা মাঝে মধ্যে টহল দেয়ার সময় তাদের অবস্থান জানান দেয়ার জন্য এরকম বিস্ফোরণ ঘটায়।

আবার স্থানীয় অনেকে জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি সদস্যরা নিজেদের শক্ত অবস্থান জানান দিতে মাঝে মধ্যে ফাঁকা গুলি ছুঁটে।

তবে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি।

Exit mobile version