parbattanews

আবারো ফিরলেন মেসিদের কাঁদানো সেই খেলোয়াড়

২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা বঞ্চিত হতে হয়েছে আর্জেনটিনাকে। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন মারিও গোটশে। যার জন্য মেসিদের এত গঞ্জনা সহ্য করতে হয়েছে।

সেই বিশ্বকাপের পর সর্বশেষ ২০১৭ সালে জার্মানির হয়ে খেলেছিলেন। এর পর আর তাকে জার্মান দলে দেখা যায়নি। ৫ বছর পর এই মিডফিল্ডারকে নিয়েই কাতার বিশ্বকাপে যাচ্ছে জার্মানি। চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ম্যানুয়েল নয়্যার ও থমাস ম্যুলারও।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন মুকোকো ও নিকলাস ফুলক্রুগ। হানসি ফ্লিকের দলে ডিফেন্ডার ম্যাটস হামেলসের জায়গা হয়নি।

জার্মানির বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্ড্রে টের স্টেগেন; কেভিন ট্রাপ।

ডিফেন্ডার: আর্মেল বেল্লা-কোটচাপ, মাথিয়াস গিন্টার, ক্রিস্টিয়ান গুন্টার, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রাউম, আন্তোনিও রুদিগার, নিকো শ্লোটারবেক, নিকলাস সুলে।

মিডফিল্ডার: জশুয়া কিমিচ, জামাল মুসিয়ালা, ইলকাই গুন্ডোগান, লিওন গোরেৎজকা, জুলিয়ান ব্র্যান্ডট, জোনাস হফম্যান, মারিও গোটশে।

ফরোয়ার্ড: কাই হাভের্তজ, সার্জ জানাব্রি, থমাস ম্যুলার, লেরয় সানে, করিম আডেয়েমি, ইউসুফা মুকোকো, নিকলাস ফুলক্রুগ।

Exit mobile version