parbattanews

আমাদের তথ্য দিন, আমরা নিরাপত্তা দেব

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বহিরাগত সন্ত্রাসীদের সুযোগ না দেয়ার পরামর্শ দিয়ে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ পিএসসি বলেছেন, আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমরা আপনাদের নিরাপত্তা দেব।

এসময় তিনি কোন ধরনের গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান। সম্ভাবনাময় পাহাড়ে শান্তির এ ধারা অব্যাহত রাখতে হবে পাহাড়ি-বাঙ্গালী ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার পলাশপুর জোন সদরের চিত্তবিনোদন কক্ষে মাসিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এখানে বসবাসকারী বাঙ্গালী, চাকমা, মারমা, ত্রিপুরা সকলেই পাহাড়ি এমন মন্তব্য করে লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ পিএসসি বলেন, পাহাড়ি-বাঙ্গালী বলে বিভেদকে উস্কে দেয়া অর্থহীন। জাতিগোষ্ঠির ভেদাভেদ ভুলে নিজেদেরকে বাংলাদেশী হিসেবে শান্তি প্রতিষ্ঠায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাটিরাঙ্গাকে শান্তি আর সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদে পরিনত করতে সম্ভব সবকিছু করা হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় পলাশপুর জোনের আওতাধীন বিভিন্ন বিওপি’র কমান্ডার ছাড়াও জোনের দায়িত্বপুর্ণ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক, হেডম্যান-কার্বারীগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version