আমের ঝুড়িঁতে পাচারের সময় যাত্রীবাহি বাস থেকে চোলাই মদসহ দুই পাচারকারী আটক

02

আলমগীর মানিক,রাঙামাটি:
অভিনব কায়দায় পার্বত্যাঞ্চলের পাহাড়ি আমের ঝুড়িঁতে ভরে পাচার যাত্রীবাহি বাস থেকে ১৭১ লিটার চোলাই মদসহ দুই মদ পাচারকারীকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার শহরের প্রবেশ পথ মানিকছড়ি চেক পোষ্টে চট্টগ্রামগামী দ্রুতযান সর্ভিস ফুটন্ত ফুল নামের বাসে তল্লাসী চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো কিরন চাকমা (২৮) ও প্রিয় লাল চাকমা (২৬) এরা দুজন রাঙামাটির নানিয়ারচর উপজেলার কুতুকছড়ির বাসিন্দা।

বাস যাত্রীরা জানায়, রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতযান সার্ভিসের বাসটিতে টিএন্ডটি এলাকা থেকে দুই পাহাড়ি যুবক আমের কথা বলে মদের বোতল ভর্তি তিনটি খাঁচা বাসের ছাদে তোলে।

পরে বাসটি মানিকছড়ি চেক পোষ্টে পৌঁছালে দায়িত্বরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বাসের ছাদে তল্লাসি চালিয়ে মদ ভর্তি খাঁচা উদ্ধার করে। এ সময় খাচার মালিক দুই পাহাড়ি যুবকে আটক করে সেনা সদস্যরা।

কোতয়ালী থানার এসআই নেপাল আটককৃত মদসহ দুজনকে থানায় নিয়ে যায়। তিনি জানান তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন