parbattanews

আরাকান আর্মির বিরুদ্ধে ড্রোন ব্যবহারের কথা অস্বীকার মিয়ানমার সেনাবহিনীর

রাখাইন ও চিন রাজ্যে আরকান আর্মির (এএ) বিরুদ্ধে অভিযানকালে মিয়ানমার সেনাবাহিনী সশস্ত্র ড্রোন ব্যবহার করছে বলে জাতিগত বিদ্রোহী গ্রুপটি যে অভিযোগ করেছে তা অস্বীকার করছে সরকারি বাহিনী। তবে সেনা সদস্যদের নিরাপত্তা দিতে চালকবিহীন বিমান ব্যবহারের কথা স্বীকার করেছে তারা।

বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) রাজধানী নেপিদোতে সাংবাদিক সম্মেলনকালে দ্য ইরাবতীর এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, ব্যাটালিয়ন ও সেনা ইউনিটগুলো নিজেরাই ড্রোন সংগ্রহ করছে। তারা নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সিকিউরিটি পোস্ট ও সেনাচলাচলের পথের ছবি তুলতে এগুলো ব্যবহার করে।

চলতি মাসের গোড়ার দিকে এক বিবৃতিতে এএ দাবি করে যে রাখাইন রাজ্যের বুথিডং ও রাথেডং টাউনশিপ এবং চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপের কাছে এএ সেনাদের সঙ্গে যুদ্ধের সময় সেনাবাহিনী জঙ্গিবিমানের পাশাপাশি ড্রোন ব্যবহার করেছে। গত বছর মার্চে পালেতওয়ার কাছে এক যুদ্ধে এএ সেনাবিাহিনীর বেশকিছু সদস্যকে আটক করার পর তাদের কাছ থেকে ড্রোন উদ্ধার করে।

সূত্র : সাউথ এশিয়ান মনিটর

Exit mobile version