parbattanews

আরাকান আর্মির সাথে সংঘর্ষে মিয়ানমারের জান্তা সেনাদের লাশের সারি

টানা ২১ দিন হামলা চালিয়ে আরাকান আর্মি মিয়ানমারের ক্ষমতাসীন জান্তার একটি বিশাল ঘাঁটি দখলে নিয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

গত ১৪ নভেম্বর থেকে চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপের ওই ঘাঁটিটি দখলের চেষ্টা করছিল তারা। রাখাইন রাজ্যের এই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, ঘাঁটি দখলের পর অনেক অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেছে। সেখানে অসংখ্য জান্তা সেনা মৃত অবস্থায় পড়ে ছিল। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনো জানা যায়নি।

এর আগে আরাকান আর্মি জানায়, জান্তা বার বার তাদের ওপর বিমান হামলা ও গুলিবর্ষণ করেছে। হামলায় রাসায়নিক ব্যবহারের অভিযোগও করে আরাকান আর্মি

গোষ্ঠীটি জানায়, তারা প্রায় পাঁচটি জান্তা ঘাঁটি দখল করেছে। এছাড়া আরো ৪০টি পরিত্যক্ত ঘাঁটির দখল নিয়েছে। যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইরাবতী।

আরাকান আর্মির মুখপাত্র সম্প্রতি বলেন, পালেতওয়া টাউনশিপে চিন ও রাখাইন সম্প্রদায়ের ওপর নিপীড়নের জন্য দুটি ফাঁড়ি ব্যবহার করা হয়েছিল। অপারেশন ১০২৭-এর অংশ হিসেবে ১৩ নভেম্বর উত্তর রাখাইন রাজ্য ও পালেতওয়া জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা।

Exit mobile version