‘আর্জেন্টিনাই এবার বিশ্বকাপ জিতবে’

পার্বত্যনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ফুটবলের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে চারদিকে শুরু হয়েছে নানাবিদ আলোচনা, নানান রকমের ভবিষ্যৎবাণী। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য অ্যামেরিক গ্যালেগো।

নিজ দল আর্জেন্টিনার পক্ষেই ভবিষ্যৎবাণী করেছেন গ্যালেগো। তার মতে রাশিয়া বিশ্বকাপেই দীর্ঘ ৩২ বছরের শিরোপা খরা ঘোচাবে লিওনেল মেসির দল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এই আর্জেন্টিনার দলের মধ্যে প্রবল উদ্যম দেখতে পাই। আমার বাজি এই দলের পক্ষেই। আমার মতে এরাই এবার বিশ্বকাপ জিতবে। সময় এসেছে দীর্ঘদিনের আশা পূরণের।’

এরই মধ্যে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। এই দল থেকে ইনজুরির কারণে বাদ পড়ে গিয়েছেন গোলরক্ষক সার্জিও রোমেরো। তবে রোমেরোর অনুপস্থিতিতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন গ্যালেগো।

তিনি বলেন, ‘রোমেরো আমাদের জন্য অনেক বড় একজন খেলোয়াড়। তার না থাকাটা অবশ্যই একটি ক্ষতি। তবে রোমেরো নিজেই বলেছে আমাদের অন্যান্য গোলরক্ষকদের প্রতি আস্থা রাখতে। অন্যান্যদের প্রতি আস্থা রেখেই বিশ্বকাপে নামা উচিত আমাদের।’

এসময় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এটিই সেরা সুযোগ বলে মনে করিয়ে দেন গ্যালেগো। তবে বিশ্বকাপ না জিতলে যে মেসির শ্রেষ্ঠত্ব শেষ হয়ে যাবে এমনটা মানেন না তিনি। গ্যালেগো বলেন, ‘নিজেকে সেরা প্রমাণের জন্য মেসির বিশ্বকাপ জেতার বাধ্যবাধকতা নেই। তবে এবারই সময় যেকোন মূল্যে বিশ্বকাপ জেতার।’

 

সূত্র: জাগোনিউজ২৪.কম

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন