parbattanews

আর্জেন্টিনার জয়ে খাগড়াছড়িতে বাঁধভাঙা উচ্ছ্বাস

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার জয়ে খাগড়াছড়িতে বাঁধভাঙা উচ্ছ্বাস। নানা নাটকীয়তা, শ্বাসরুদ্ধকর ও নখ কামড়ানো উত্তেজনার মধ্য দিয়ে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঠায় আর্জেন্টিনার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। আতশবাজি-পটকা ফুটিয়ে, ঢোল পিটিয়ে নেচে-গেয়ে রাস্তায় উচ্ছ্বাস করে আর্জেন্টিনার সমর্থকরা।

আর্জেন্টিনা-ফ্রান্স বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য জেলার বিভিন্ন স্থানে টাঙানো বিশাল পর্দার সামনেও মানুষের ঠাঁই হয়নি। প্রতিটি গোলে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

খেলা শুরু হওয়ার আগে ফাইনাল ম্যাচ নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় ভুড়িভোজের আয়োজনও ছিল। রেফারি শেষ বাশি বাজানোর পরপরই পাহাড়ি জনপদ খাগড়াছড়ি মিছিলের জনপদে পরিণত হয়। নারী পুরুষ-মেসি মেসি স্লোগানে নেচে-গেয়ে রাস্তায় নেমে আসে। ঘরে ঘরেও আয়োজন ছিল।

পেনাল্টি শটে আর্জেন্টিনা প্রথম গোলে উচ্ছ্বাস মেতে উঠে আর্জেন্টিনার সমর্থকরা। দ্বিতীয় গোলে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছিল আরও বেশি।

দ্বিতীয়ার্ধে ফ্রান্সের পর পর দুটি গোল পরিশোধ করলে আর্জেন্টিনা সমর্থক শিবিরে নেমে আসে নিরবতা। অতিরিক্ত সময়ে ৩-৩ গোলে সমতা ও নখ কামড়ানোর উত্তেজনার মধ্য দিয়ে অবশেষে টাইব্রেকারে ৪-২ গোলে কাতার বিশ্বকাপ জয় ‘মেসি মেসি মেসি’ স্লোগানে মিছিল করতে করতে ঘরে ফেরেন আর্জেন্টিনা সমর্থকরা। তবে ২৬ সালের বিশ্বকাপেও মেসিকে চান আর্জেন্টিনার সমর্থকরা।

নানা নাটকীয়তায় কাতার বিশ্বকাপ ফুটবলে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঠায় সমর্থকদের উচ্ছ্বাস আরো কয়েক দিন থাকবে পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে, ছড়াবে উত্তেজনাও।

Exit mobile version