parbattanews

আর্জেন্টিনা দলে দুঃসংবাদ, চোটে ছিটকে গেলেন দুই খেলোয়াড়

আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনা বড় জয় পেলেও কোচ লিওনেল স্ক্যালোনি সবার ফিটনেস নিয়ে নিশ্চিত ছিলেন না। আভাস দিয়েছিলেন পরিবর্তনের। শেষ পর্যন্ত চোটের কাছে পরাস্ত হয়ে ছিটকে গেছেন দুই ফরোয়ার্ড। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করেছে, বিশ্বকাপ খেলা হচ্ছে না হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গনজালেজের।

গনজালেজের জায়গায় বদলি হিসেবে জায়গা হয়েছে আনহেল কোরেয়ার। আর্জেন্টিনার ফুটবল সংস্থা বলেছে, ‘অনুশীলনের পর গনজালেজ পেশীর ইনজুরিতে ভুগছেন। তাকে আর বিশ্বকাপ দলে রাখা হচ্ছে না। তার বদলে আনহেল কোরেয়াকে আনা হয়েছে।’

হোয়াকিন কোরেয়াও ছিটকে গেছেন চোটের কারণেই। তার বদলি হিসেবে দলভুক্ত হয়েছেন থিয়াগো আলমাদা।

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনাকে ফিটনেস নিয়ে উদ্বিগ্ন থাকতেই হচ্ছে। এই কারণে ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, ফরোয়ার্ড আলেহান্দ্রো গোমেজ ও পাউলো দিবালাকে সর্বশেষ প্রীতি ম্যাচে দেখা যায়নি।

আর্জেন্টিনা তাদের কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে ২২ নভেম্বর। প্রতিপক্ষ সৌদি আরব।

Exit mobile version