parbattanews

আর্থ-সামজিক উন্নয়নে রাঙ্গামাটিতে দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী

Bd_army_19 

আলমগীর মানিক,রাঙামাটি:

গরীব-অসহায় লোকদের চিকিৎসা সেবা,ছাত্র/ছাত্রীদের পড়াশুনার জন্য নগদ আর্থিক সহায়তাসহ ষ্টেশনারী বিতরণ, গরীব লোকদের মেয়ের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বসতঘর নির্মাণ ও খাদ্য সামগ্রী বিতরণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ননের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান, ছাত্র/ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে খেলাধুলা সামগ্রী বিতরণ এবং সক্ষমতা অর্জনের জন্য অন্বচ্ছল অর্থ মেধাবী বেকার যুবক/যুবতীদের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ ইত্যাদি সামজিক উন্নয়নমুলক কর্মকান্ড বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি জোনের একটি চলমান প্রক্রিয়া।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে দুঃস্থদের চিকিৎসা, অস্বচ্ছল পিতা-মাতার মেয়ে বিয়ে, ছাত্র/ছাত্রীদের পড়াশুনা, মসজিদ ধর্মীয় ও সামজিক বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান বাবদ নগদ ৬০,০০০.০০ (ষাট হাজার) টাকা প্রদান করা হয়েছে। রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ নাজমুল হক, পিএসসি এবং জোনের অন্যান্য স্টাফ অফিসারগণ উপস্থিত থেকে গরীবদের মাঝে এই অর্থ বিতরণ করেন। রাঙামাটি জোনের এই মহতী উদ্যোগ পশ্চাদপদ জন সাধারণের আর্থিক উন্নয়ন, মেধা বিকাশ ও আত্ম-উন্নয়নে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে সুবিধাভোগিরা।

Exit mobile version