parbattanews

আলীকদমের মাতামুহুরী ব্রিজে টমটমের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

Alikadam Deth News-pic copy

আলীকদম প্রতিনিধি:

শুক্রবার বিকেলে আলীকদম মাতামুহুরী ব্রিজে অটোরিক্সা (টমটম) এর চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত। নিহত শিশুর নাম শাহরিয়া সুলতানা তাবাচ্ছুম (৯)। সে উপজেলার রোয়াম্ভু আব্বাস কার্বারী পাড়ার মো. জামাল উদ্দিনের মেয়ে এবং নয়াপাড়া ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে তাবাচ্ছুম (৯) বাড়ি ফেরার পথে মাতামুহুরী ব্রিজে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি টমটম ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। অটোরিক্সাটি তাবাচ্ছুমের বুকের উপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাবাচ্ছুমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই রাত ন’টায় তাবাচ্ছুম চলে যায় না ফেরার দেশে।

আলীকদম থানা উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাবাচ্ছুমের অভিভাবকরা এটাকে নিছক দুর্ঘটনা মনে করে কোন প্রকার আইনি ব্যবস্থা নিতে চাননি। কারো ওপর কোন দাবি দাওয়া কিংবা অভিযোগ নেই বলেও জানিয়েছেন।

অভিযোগ না থাকার বিষয়ে তাবাচ্ছুমের চাচা মো. কামাল উদ্দিন বলেন, এটি আল্লাহর হুকুম ছিল বলেই হয়েছে। তাছাড়া এটি দুর্ঘটনা। এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই।

Exit mobile version