parbattanews

আলীকদমে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের আলীকদম সদর উপজেলার নয়াপাড়ায় অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

মঙ্গলবার (১২মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ নয়াপাড়ার জামাল হোসেন ও নূর মোহাম্মদ এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীরা জানায়, ঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত জানান, অগ্নিকাণ্ডে তাদের দুটি ঘরের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ সব কিছুই পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

আলীকদম ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার হ্লা মং মারমা বলেন, চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৫হাজার টাকা ও ১বস্তা চাল বিতরণ করেছেন আলীকদম ইউপির সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন।

Exit mobile version