parbattanews

আলীকদমে ইউএনডিপি’র ত্রাণ বিতরণ সম্পন্ন

করোনা সংকটের মধ্যে থাকা আলীকদমের চার ইউনিয়নে ৭ হাজার ৬০ পরিবারের মাঝে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ‘সিএইচটি-ইউএনডিপি’ এর আওতায় আলীকদম উপজেলার ৭ হাজার ৬০ পরিবারকে এসব ত্রাণ দেওয়া হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১৫ কেজি, আলু ৫ কেজি, ডাল ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, লবণ ১ কেজি, তেল ১ লিটার, মাস্ক ৪ পিস এবং ৭ প্যাকেট শাক-সবজির বীজ।

গত ১৯ আগস্ট থেকে সোমবার পর্যন্ত এসব ত্রাণ বিতরণ করা হয়।

আলীকদমে ৭ হাজার ৬০ পরিবারের মাঝে এসব খাদ্যপণ্য ও কৃষি উপকরণ বিতরণে মোট ১ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা খরচ হবে বলে জানান ইউএনডিপির জেলা ম্যানেজার খুশী রায় ত্রিপুরা।

খুশিরায় ত্রিপুরা জানান, আলীকদম উপজেলা ছাড়াও বান্দরবান জেলার অন্যান্য উপজেলায়ও একইভাবে এসব ত্রাণ বিতরণ করা হচ্ছে।

জেলায় সর্বমোট ৬৫ হাজার ৫ শ’ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণে সর্বমোট ৬ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা খরচ হবে বলে জানান তিনি।

Exit mobile version