আলীকদমে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের দশ হাজার মন লাকড়ি জব্দ : জরিমানা আদায়

hWhOhW2W-660x300

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
 বান্দরবানের আলীকদম উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ইট ভাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও প্রায় দশ হাজার মন লাকড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বীর আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

আলীকদমের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ জানান, উপজেলার পূর্ব পালং পাড়ায় এফবিএম ব্রিকফিল্ডে ইট পোড়ানো আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ভ্রাম্যমান আদালত ইটভাটায় অবৈধ মজুতকৃত বিপুল পরিমাণ জ্বালানী কাঠ জব্দ করা হয় বলে জানান তিনি।  

লামা বন বিভাগের তৈন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। জব্দকৃত জ্বালানী কাঠের পরিমাপ করা হচ্ছে। লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনা করতে ভ্রাম্যমান আদালত নির্দেশ দিয়েছেন।

এফবিএম এর সহকারী ম্যানেজার নিজাম উদ্দিন জানান, তাদের ইটভাটা থেকে জব্দকৃত লাকড়ির পরিমাণ ১০ হাজার মন হবে। যার স্থানীয় বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। তবে সরকারী নিলাম মুল্যে এর দাম আরো কম হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন