parbattanews

আলীকদমে উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে

৬ষ্ঠ উপজেলা প‌রিষদ নির্বাচ‌নে সারাদেশের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তা‌রিখ ১৫ এপ্রিল এবং ভোট গ্রহণ ৮‌ মে। সে মোতা‌বেক বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদের নির্বাচন প্রথম ধা‌পে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) আগারগাঁও‌য়ে নির্বাচন ভব‌নে কমিশন সভা শেষে তফ‌সিল ঘোষণা ক‌রেন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তা‌রিখ ১৫ এপ্রিল এবং যাচাই-বাছাই ১৭ এপ্রিল। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল ও আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহার ২২ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল।

উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, আলীকদম উপজেলায় ব্যালটের মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Exit mobile version