parbattanews

আলীকদমে কারিতাসের উদ্যোগে এগ্রোইকোলজি ফোরামের সভা

আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় ‘এগ্রোইকোলজিফোরাম’ গঠন করা হয়েছে। ফ্রান্স সরকারের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা কারিতাস ফ্রান্সের সাসটেইনে বল এগ্রিকালচার টু একসেসফুড বাইকোলজি (সেইফ) প্রকল্পের উদ্যোগে এ কমিটি গঠন করা হয়। সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পরিবেশ বান্ধব কৃষি চর্চা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ফোরাম তিন বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মর্তুজা, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমবায় সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এগ্রোইকোলজি’র ফোরাম গঠনের পর কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপকার ভোগীদের সাথে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Exit mobile version