parbattanews

 আলীকদমে কারিতাসের উদ্যোগে গবাদি পশু-পাখির টিকাদান ক্যাম্প

Alikadam Caritas News pic copy

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের দক্ষিণ পাট্টা খাইয়া আবাসিক সংলগ্ন এলাকায় কারিতাস, খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে গবাদি পশু-পাখির টিকাদান কর্মসূচি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাইরুজ্জামান।

প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর ১৫২টি গরুকে বাদলা রোগের টিকা, ৯২টি ছাগলকে পিপিআর রোগের টিকা, ১৫২টি মুরগি ও ১৬টি হাঁসকে কলেরা রোগের টিকা ও গরুর ৮২টি কৃমিনাশক ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জুনায়েদ কবির, কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের জুনিয়র প্রোগাম অফিসার মনিটরিং এন্ড রিপোটিং ফরহাদ আজিম, খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা, উপজেলা প্রাণীসম্পদ অফিসের কম্পাউন্ডার আপ্রুসে মার্মা, কারিতাসের মাঠ সহায়ক সামশুল হক ও সাইফ উদ্দিন।

Exit mobile version