parbattanews

আলীকদমে কারিতাসের মাঠ দিবস

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় সদর ইউনিয়নের কলারঝিরি ইউনুচ মেম্বার পাড়ায় আবেদ আলীর কচুক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কারিতাসের অতিদরিদ্রদের টেকসই জীবিকা নিশ্চিতকরণ প্রকল্পের (ইএসএলইপি) আওতায় সম্প্রতি মাঠ কর্মকর্তা হ্লাচিমং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ইএসপি উপজেলা কর্মকর্তা মি. রতন চাকমা, কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মোস্তফা ও পাড়া সর্দার সুবেদ আলী। কারিতাসের উপকারভোগী ও দরিদ্র কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এ মাঠ দিবসে ৫৪ জন কৃষক ও ২৮ জন কৃষাণী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কৃষক-কৃষাণীদের নিয়ে আবেদ আলীর কচুক্ষেতে ‘কচু উত্তোলন ও হাড়িভাঙ্গা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয।

সভায় বক্তারা বলেন, কৃষি উন্নয়নে ও দরিদ্র কৃষকদের কল্যাণে কারিতাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এতদাঞ্চলের দরিদ্র কৃষকরা আধুনিক চাষাবাদে সফলতার মূখ দেখছে।

Exit mobile version