parbattanews

আলীকদমে কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী ও ত্রৈমাসিক সভা

 

আলীকদম প্রতিনিধি:

আলীকদম উপজেলা কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ হলরূমে ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম।

এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, কৃষিবিদ মামুন ইয়াকুব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুনায়েদ কবির, মৎস্য কর্মকর্তা কল্লোল কুমার সেন ও সন্তোষ মহাজন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট রিপোর্ট তুলে ধরার পর উন্মুক্ত আলোচনা করা হয়। খাদ্য নিরাপত্তা প্রকল্পের মাধ্যমে কারিতাস প্রান্তিক কৃষিক ও জুমিয়াদেরকে বাগান সৃজনে সহায়তা প্রদানের তথ্য তুলে ধরা হয়।

একইদিন উপজেলা কারিতাস খাদ্য নিরাপত্তা প্রকল্পের উপকারভোগীদের সাথে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রৈমাসিক মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরূমে ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version