parbattanews

আলীকদমে গ্রেনেড ও অস্ত্র উদ্ধার

বান্দরবান জেলার আলীকদমে তিনটি গ্রেনেড, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনবাহিনীর একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

সূত্র মতে, গোপন তথ্যের ভিত্তিতে গত ৮ মে ২০১৯ তারিখ দিবাগত রাত ১২ টা ৩৫ মিনিটে নিরাপত্তা বাহিনীর একটি দল উপজেলার বাঘের ঝিরি এলাকার দূর্গম পাহাড়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অস্ত্রধারী সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লে. কর্নেল মো. সাইফ শামীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল জেলার আলীকদম উপজেলার বাঘেরঝিরি এলাকায় পাহাড়ে অভিযান চালায়।

এসময় অস্ত্রধারী সন্ত্রাসীদের অস্থায়ী স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি গ্রেনেড, ১টি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

এ ঘটনায় আলীকদম থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন আলীকদম থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।

এদিকে অভিযানের সত্যতা নিশ্চিত করে আলীকদমের জোন কমান্ডার লে. কর্নেল মো. সাইফ শামীম জানান, পাহাড়ের অরণ্যে একটি সন্ত্রাসী আস্তানা থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড’সহ আগ্নেয়াস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Exit mobile version