parbattanews

আলীকদমে ট্রাক চাপায় থেতলে গেল দুই ব্যাক্তির হাত

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে ট্রাক চাপায় দুই ব্যক্তির হাত থেতলে গুরুতর আহত হয়েছে।

সোমবার(২৮ জানুয়ারি) আলীকদম উপজেলার ১ নং করারঝিরির গোদারপাড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- পানবাজার সিলেটি পাড়ার বাসিন্দা মোটরসাইকেল চালক মো. আনোয়ার হোসেন বাবু ও মিরিংচরের বাসিন্দা হাসিতী ত্রিপুরা ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কলার ঝিরির গোদারপাড় থেকে আহত মোটরবাইক চালক আনোয়ার হোসেন বাবু ও যাত্রী হাসিতী ত্রিপুরা জবিরাম পাড়ায় যাওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় দুই জন আহত হয়।

ট্রাকটি আহতদের ডান হাতের উপর দিয়ে চালিয়ে দেওয়ার কারণে তাদের হাত থেতলে যায়। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও ট্রাক চালক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনার পর পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে নিয়ে যান।

আলীকদম হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক মো. মাহতাব উদ্দিন চেীধুরী জানান, আহত দুই জনের হাতের উপর দিয়ে ট্রাকের চাকা উঠে যাওয়ায় দুই জনের ডান হাতের কনুই থেকে কব্জী পর্যন্ত হাড় সর্ম্পূন ভেঙ্গে গেছে এবং মাথায়ও আঘাত পেয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।

আলীকদম থানার তদন্ত পরিদর্শক (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে এবং ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চালককে দ্রুত আটক করা হবে বলে তনি জানান।

Exit mobile version