parbattanews

আলীকদমে দুর্যোগ পরবর্তী ত্রাণ সামগ্রী বিতরণ

বান্দরবানের আলীকদমে দুর্যোগ পরবর্তী বন্যায় দুর্গত পরিবারের মাঝে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ নয়াপাড়া ইউনিয়ন শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৩ আগস্ট) সকাল ১০ টার সময় ৩নং নয়াপাড়া ইউনিয়নের বন্যায় প্লাবিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফোগ্য মার্মা।

এ সময় ফোগ্য মার্মা বলেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রহস্ত পরিবারে জরুরি ত্রাণ দেওয়া হচ্ছে। মানবিক সহায়তা হিসেবে ১ শত পরিবারের মাঝে ৫ কেজি চাউল, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ২ কেজি আলু ও ৫০০ গ্রাম পেঁয়াজ রয়েছে বলে জানান তিনি।

ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নয়াপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সরুয়ার আলম, বাংলাদেশ ছাত্রলীগ নয়াপাড়া ইউনিয়নের সভাপতি টিপু মার্মা, নয়াপাড়া ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. ইউসুফ, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পুটু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নয়াপাড়া ইউনিয়নের সভাপতি উসাই মার্মা, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাতেমা বেগমসহ প্রমুখ।

Exit mobile version